slider

হরিরামপুরে শ্যামল নিসর্গের বৃক্ষ রোপণ

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে গরীবপুর চরে বৃক্ষ রোপণ করা হয়েছে। শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে সীমান্ত ব্যাংক পিএলসি” এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল হরিরামপুর শ্যামল নিসর্গ নামের পরিবেশ সংগঠন।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান হরিরামপুর শ্যামল নিসর্গ এর সাধারণ সম্পাদক প্রণব পাল।
এ সময় সীমান্ত ব্যাংক পিএলসির পক্ষ থেকে ব্যাংকটির চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আজিজুল হক, কৃষি ব্যাংকিং ম্যানেজার আহসান হাবিব, ম্যানেজার রাসেল আহমেদ, সংগঠনের কর্মসূচি সমন্বয়ক নাজমুল তালুকদার, জিশান রহমান, সুজন খান, সংগঠনের সহসভাপতি আনন্দ সরকার, গৌতম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে প্রায় ২০ প্রজাতির ২০০ দেশীয় ফল, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button