হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল সাড়ে পাঁচ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার পাটগ্রাম স্কুল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় এগারোজন তরুণ বাইকারকে ৬ হাজার সাতশ পঞ্চাশ টাকা জরিমানা করেন তিনি।
প্রশঙ্গত, এর আগে ২৮ জুন মঙ্গলবার ‘হরিরামপুরে বেপরোয়া বাইকারদের নিয়ে আতঙ্কে এলাকাবাসী’ শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি ২৯ জুন অভিযান চালান।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘হরিরামপুরে বেপরোয়া বাইক চালানো তরুণদের সংখ্যার পাশাপাশি বাইক দুর্ঘটনাও বেড়েছে। আজ যাদের জরিমানা করা হয়েছে তাঁদের হেলমেট ছিল না। বয়সে তরুণ বা কিশোর। হেলমেট ছাড়াই অনেকে তিনজন নিয়েও বাইক চালাচ্ছে। অনেকে বাইক রেস করে। বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।’