হরিরামপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বর্নাঢ্য র ্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দল হরিরামপুর উপজেলা শাখার আহবায়ক নিরব আহমেদ চুন্নু এবং সদস্য সচিব ইমরান হোসেনের নেতৃত্বে উপজেলার ঝিটকা বাজার গালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে র ্যালী শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হরিরামপুর উপজেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক মাহবুব আলম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল হাসান, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল হোসেন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।