slider

হরিরামপুরে শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার দায়ে ওই কলেজেরই দশম শ্রেণির শিক্ষার্থী বখাটে আশরাফুল ইসলাম জিতুর ফাঁসি চেয়ে মানববন্ধন করেছেন মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
২ জুলাই (শনিবার) শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ঝিটকা ঝিটকা হরিরামপুর মোড়ে মানববন্ধন করা হয়। ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোরহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, ” আজ সারাদেশে শিক্ষকরা লাঞ্চিতসহ বখাটেদের হাতে হত্যার শিকার হচ্ছে। তাই শিক্ষকদের নিরাপত্তার লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
ঝিটকা পাইলট বালিকা উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরউদ্দিন বলেন,
“শিক্ষকরা জাতির মেরুদন্ড। আজ যারা ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ বড় বড় সরকারি অফিসার হয়েছেন, তারা কোনো না কোনো শিক্ষকের অবদান। তাই শিক্ষকদের অবদান ভুলে গেলে চলবে না। আমরা এই শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবি করছি।”
আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যাকারী জিতুর ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৫ জুন (শনিবার) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায় জিতু এবং ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল সরকারকে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। এর আগে গত ২৬ জুন নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button