
মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি :”স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের হরিরামপুরে যুব দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে র ্যলী শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমানের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বক্তব্য রাখেন। এ-সময় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।