sliderস্থানীয়

হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লার ওপর প্রতিপক্ষের হামলায় মামলা করেছেন হামলায় আহত যুবলীগ নেতা ফরিদ মোল্লা বাদী হয়ে ৬ জনকে আসামী করে ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন।

৯ এপ্রিল (মঙ্গলবার) মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান (৫৫)। উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের শেখ মাইনদাইরার ছেলে এরশাদ আলী (৪৮), আন্ধারমানিক গ্রামের আজার উদ্দিনের ছেলে রানা চৌধুরী (২৬) বকচর গ্রামের সমেজদ্দির ছেলে মাসুম মিয়া (২৮), দাশকান্দি বয়ড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছোলে মিলন মিয়া (২৬) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাসির উদ্দীন (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের নেতৃত্বে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে জাতীয় নির্বাচনের পর থেকেই নৌকার সমর্থকদের ওপর হামলা একের পর এক জুলুম অত্যাচার করছে। গত ৪ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেওয়ান সাইদুর রহমানের হুকুৃমে তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে যুবলীগ নেতা ফরিদ মোল্লার ওপর হামলা চালায়। পিস্তল, লোহার রডসহ এদেশী অস্ত্র নিয়ে হামলা করে ফরিদ মোল্লাকে আহত করে। এ সময় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব ফরিদকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করা হয়।
ইফতারের পূর্বে ছাত্রলীগ নেতা জনি খানের উপরও হামলা করে আহত করা হয়।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগে হরিরামপুর উপজেলার প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টুর সাথে উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা। দোয়া ও ইফতার মাহফিল শেষে উপজেলা চত্বরে শহীদ মিনারের সামনে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সমর্থক এরশাদের নেতৃত্বে ১০/১৫ জন অতর্কিতভাবে হামলা করে। হামলায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা ও আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব আহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button