হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লার ওপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর আগে ঝিটকা বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে গালা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এক প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুসতাকিম চৌধুরী রিফাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।