sliderস্থানিয়

হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মারপাড়ে উপজেলা সহকারী কমিশন ভূমি ফাহিজা বীসরাত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইকরামের সঞ্চালনায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর সরকার ঘোষিত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, সংরক্ষণ, মজুদ, ক্রয়বিক্রয়, বাজারজাতকরন, বিনিময় সম্পূর্ণ নিষেধ ও দন্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দন্ড হতে পারে।

সরকার ঘোষিত এই ২২ দিন যাতে মা ইলিশ সংরক্ষণ, মজুদ,আহরোণ বাজারজাতকরন না করা হয় এবং বিকল্প কর্মসংস্থান ও আমরা মৎস্য দপ্তর নানা সময়ে চাউল, বকনাবাছুর দিয়ে থাকি মূলত জনসেচতনা বাড়াতেই মূলত আমরা এমন অনুষ্ঠান করে থাকি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button