হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক সংগঠন মানবিক বন্ধু মহল থেকে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর (রোববার) রাতে উপজেলার ঝিটকা বাজারে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মহলের সমন্বয়ক দেবাশীষ ঘোষ, সংগঠনের সদস্য মো. নাসির উদ্দীন, এ.কে. আজাদ ও চান সাহা প্রমুখ।
মানবিক বন্ধু মহলের সমন্বয়ক দেবাশীষ ঘোষ জানান, “আমরা মানবিক বন্ধু মহল থেকে সারা বছরই বিভিন্ন অসহায় ও দুঃস্থদের সহযোগিতা করে আসছি। রমজানের ঈদেও আমরা প্রায় দুই শত পরিবারকে ঈদ সামগ্রি প্রদান করি। এখন শীত মৌসুম। এই শীতে বিভিন্ন অঞ্চলের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের শীত নিবারনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছি। এ পর্যন্ত প্রায় দুই শো জনের মাঝে কম্বল বিরতণ করা হয়েছে এবং আমাদের এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”