
হরিরামপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে সংসদ সদস্য মমতাজ বেগমের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক অনুদানের ২ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে ৪৩ জন অসুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের লোকদের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সব শ্রেণীপেশার লোকজনের কথা চিন্তা করে বয়স্কভাতা,মাতৃত্বকালিন ভাতা,বিধবা ভাতাসহ সবধরনের আর্থিক সুবিধার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ দেশ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ইউপি চেয়ারম্যান) গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল রব প্রমুখ বক্তব্য রাখেন।