sliderস্থানীয়

হরিরামপুরে ভিমরুলের কামড়ে বোনের পর ভাইয়ের মৃত্যু

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের কামড়ে বোনের মৃত্যুর পর এবার ভাইয়েরও মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজিদুল (৩) নামের ওই শিশুর মৃত্যু হয়েছে বলে সাজিদুলের চাচা ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া নিশ্চিত করেছেন। মিরাজ বলেন, তার ভাতিজি সামিরা আক্তর (৮) গত ৭ আগস্ট বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আজ সামিরার ভাই সাজিদুল ও মারা গেছে।

তিনি বলেন,”গত বুধবার দুপুরে আমার ভাতিজি সামিরা(৮) ভাতিজা সাজিদুল(৩), আমার ছেলে সজল ও মেয়ে রোজাসহ চারজন ঘাস কাটার ভ্যানে বাড়ির পাশে ভ্যানে ঘুরার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় পড়লে ওদেরকে ভিমরুলে কামড়ায়। ভ্যানটির চালক আমার ছেলে সজলসহ চারজন গুরুতর আহত হয়। প্রথমে আহতদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সমািরাকে মৃত ঘোষণা করে। আজ সামিরার ভাইও মারা গেছে। আমার ভাইয়ের আর কেউ রইলোনা। দুই বাচ্চার মৃত্যু হলো।
।সাজিদুল উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সামিরা, তার ভাই সাজিদুল, চাচাতো ভাই সজল ও বোন রোজাসহ চারজন ঘাস কাটার ভ্যানে বাড়ির পাশে ভ্যানে ঘুরার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় পড়লে চারজনকে ভিমরুলে কামড়ায়। ভ্যানটির চালক সজলসহ চারজন গুরুতর আহত হয়। প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সমািরাকে মৃত ঘোষণা করে। বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের কামড়ে কয়েকদিন আগে মারা গেছে । আজ তার ভাতিজাও মারা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button