sliderস্থানীয়

হরিরামপুরে বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা বহুত্ববাদী বিষয়ক প্রশিক্ষণ

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : বেসরকারী গবেষনা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে হরিরামপুর উপজেলা বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ১৬ নভেম্বর হরিরামপুর কৃষি অফিসে হলরুুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বারসিক হরিরামপুর কর্মএলাকার ৩০ জন কর্মী অংশগ্রহণ করেন। বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বির্নিমাণের প্রয়াসে মাঠ পর্যায়ের কর্মীদেরকে দক্ষ উন্নয়নকর্মী হিসেবে গড়ে তোলা এবং গ্রামীণ সমাজের মধ্যে প্রতিবেশ রক্ষায় ইতিবাচক ধারণা সৃষ্টিতে স্বেচ্ছাসেবী এক দল তরুণ, কৃষক-কৃষাণি, নাগরিক ও সাংস্কৃতিক কর্মী সৃষ্টির লক্ষ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায় এবং সমাপনী বন্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়কর্মী ও পরিবেশবাদী আন্দোলনের সংগঠক এ্যাড. দিপক কুমার ঘোষ, বারসিক এর হরিরামপুর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা।

কর্মশালা অধিবেশনের শুরুতেই পারস্পরিক পরিচিতিতে প্রত্যেকেই তার নাম, পদবী এবং বারসিক’র কোন এলাকায় কি কি কাজ করে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরে পরিচয় প্রদান করা হয়। পরিচয়ের মধ্য দিয়ে প্রত্যেকের নাম ও কাজের ক্ষেত্রে যে বৈচিত্র্য ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করা হয়। এরপর প্রশিক্ষণের প্রত্যাশা নিরূপন করা হয়। অংশগ্রহণকারীরা মানব সমাজ কি, বৈচিত্র্য কেন জরুরি এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ, বৈচিত্র্যের সাথে আত্তীকরণের সম্পর্ক কী, জেন্ডার বৈচিত্র্যতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যতা কী, আন্তঃনির্ভরশীলতার তত্ত্ব সম্পর্কিত ধারণা, সাংস্কৃতিক চর্চা ও বহুত্ববাদী সমাজ, সমাজবদ্ধতা কি, বহুত্ববাদী সমাজ গড়বো কীভাবে, বহুত্ববাদী সমাজ নৈতিক মূল্যায়ন, বৈচিত্র্য এবং আন্তঃনির্ভরশীলতার সাথে সম্পর্ক কি, সামাজিক ও সাংস্কৃতিক সমাজের বিশ্লেষণ, সাংস্কৃতিক আত্তীকরণ কীভাবে করা যায়? সামাজিক ঐক্য ও দ্বন্দ্ব সম্পর্কে ধারণা, আত্তীকরণ, বৈচিত্র্য এবং আত্তীকরণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো তাদের প্রত্যাশায় তুলে ধরেন।

সবশেষে দলীয় অনুশীলনের মাধ্যমে বৈচিত্র্য,আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী ৩টি দলে ভাগ হয়ে আলোচনা করা হয়। প্রথমে ১ নম্বর দল, ২ নম্বর দল এবং ৩ নম্বর দল এভাবে প্রত্যেক দল ব্রাউন পেপারে লিখিতভাবে উপস্থাপন করেন। এরপর একটি গানের মাধ্যমে বৈচিত্র্য, আন্ত:নির্ভরশীলতা এবং বহুত্ববাদী সমাজ এর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। যেখানে মাছ দিয়ে সমাজের শাসক, শোষিত এবং নানা ধরণের বৈষম্য তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button