sliderস্থানীয়

হরিরামপুরে বিদ্যানিকেতন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি(সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন কর্মতৎপরতা ও প্রস্তুতিপর্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮জুলাই) বিকেল ৫টায় সুবর্ণ জয়ন্তী আয়োজক প্যানেলের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাকিবুল ইসলামের সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সুবর্ণ জয়ন্তীর আয়োজক মোঃ মৃদুল রহমান, সমন্বয়কারী মোঃ রাজন, এডমিন প্যানেলের সদস্য যুবায়ের আহমেদ যুবরাজ প্রমুখ।
এসময় বক্তারা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আসন্ন ইদ উল আযহার পরের দুইদিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে বর্তমান ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে প্রেরনামূলক বক্তব্য, স্বপ্ন আঁকি স্বপ্ন গড়ি নামে উৎসাহ মূলক বক্তব্যসহ স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button