sliderস্থানীয়

হরিরামপুরে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ

জ. ই. আকাশ হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন যথা সময়েই হবে। বিএনপি অংশ নিলেও হবে, না নিলেও হবে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবে, আমরা সবাই নৌকা প্রতীককে বিজয়ী করব, ইনশাআল্লাহ।
লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়েজনে শান্তি সমাবেশ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button