
মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে কোকরহাটি একতা সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সিজিন-৩ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকাল ৫ টায় কোকরহাটি দরবার শরীফের পীর শাহজাহান খান আল চিশতি আল সাজু এর উদ্বোধন এর মাধ্যমে অত্র এলাকার সমাজসেবক সিরাজুল ইসলাম মোল্লাহর পৃষ্ঠপোষকতায় এবং বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করীম এর সভাপতিত্বে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোকরহাটি একতা সংঘের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা,হরিরামপুর থানার এসআই সায়েম চৌধুরী, বলড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছোবুরা বেগম প্রমূখ।
মোল্লাবাড়ি দূরন্ত রাইডার বনাম খন্দকার বাড়ির মধ্যে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রতিযোগিমূলক অংশগ্রহণে খেলা পরিচালিত হয়েছে।
খেলায় অনেক প্রবীন দর্শকের উপস্থিতিতে ভরপুর ছিলো।
এছাড়াও উক্ত খেলায় আকর্ষণীয় পুরষ্কার রয়েছে।