
হরিরামপুর প্রতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা চত্বরে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হরিরামপুর শ্যামল নিসর্গ । ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ এর আয়োজনে সোমবার সকাল সাড়ে এগারোটায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, শ্যামল নিসর্গ সভাপতি ওয়াহিদুর রহমান, সহসভাপতি আনন্দ সরকার, সমন্বয়ক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।