slider
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বৃক্ষ রোপণ শুরু, সারা দেশে ৫০ লক্ষ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিয়াবাড়ি-কচুয়া সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান ও প্রশিকার পরিচালক আবুল কালাম আজাদ।
প্রশিকা সারা দেশে ৫০ লক্ষ ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপন করবে। প্রশিকা হরিরামপুর উপজেলায় রোপন করবে তিন হাজার খেজুর, তালসহ ফলজ গাছ।
এসময় প্রশিকার পরিচালক আবুল কালাম আজাদ, হরিরামপুর থানা ওসি শাহ নুর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার চায়না, কেন্দ্রীয় ব্যবস্থাপক আখতারুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশিকার মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।