জ. ই. আকাশ, (হরিরামপুর) মানিকগঞ্জ : দেশের নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্পের অধীনে নির্মিত পদ্মা সেতু বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে ছাত্রলীগের পক্ষ আনন্দ মিছিল করা হয়।
রবিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী (মিল্টন), উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসায়েক উদ্দিন সীমান্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাজিব হোসেন, বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম (ইমারত), বাল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক পারভেজ, ধুলসুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুশান্ত বিশ্বাস (সিধু), সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের আহবায়ক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।