sliderস্থানীয়

হরিরামপুরে পদ্মায় মা ইলিশ ধরায় ৬ জেলেকে ১৫ দিনের জেল

মানিকগঞ্জ প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার অপরাধে মানিকগঞ্জের হরিরামপুরে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিনাঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের মুন্নাফের ছেলে হাসু (২৩), শেখ জামালের ছেলে শেখ সজিব (২২), হেলালের ছেলে সফি (২৮), হজির ছেলে আলামিন (৩০), আবুল ফকিরের ছেলে নাইম (২৪) এবং শেখ মুন্নাফের ছেলে শেখ তারাবালি (২৫)।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। ১২ অক্টোবর থেকে উপজেলা প্রশাসন এর অভিযান ও মোবাইল কোর্ট রেগুলার হচ্ছে। শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ছয়জনকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button