হরিরামপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের উদ্বোধনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দত্ত বিল্টু প্রমুখ।