হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নে পদ্মা ভাঙন কবলিত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৪ জুলাই (সোমবার) সকাল সাড়ে এগারোটার সময় ইউনিয়ন পরিষদে নদী ভাঙনের শিকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নের নদী ভাঙন কবলিত পরিবারের মাঝেই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।