sliderস্থানীয়

হরিরামপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগের হামলায় পণ্ড হয়ে গেছে। সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর গ্রামের নিজ বাড়িতে হরিরামপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন যৌথভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আকস্মিকভাবে ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। এ হামলার ঘটনায় বিএনপির ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।
জেলা বিএনপির ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিক বিশ্বাস বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আমাদের আলোচনা সভা চলছিল। হঠাৎ লাঠি সোটা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায় এবং মারধর শুরু হরে। চেয়ার এবং মঞ্চ ভাঙচুর করে। এ অবস্থায় আমাদের অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। এ হামলা আমাদের দলের কয়েকজন নেতা কর্মী আহত হন।
এই হামলার ঘটনায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক যিনি রণাঙ্গনে যুদ্ধ করে এই জাতিকে একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। সেই মহান নেতার শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে।
এ থেকেই অনুধাবন করা যায় বাংলাদেশের গণতন্ত্র কোন পর্যায়ে আছে। হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচির মধ্যে ছিল সকালে কালো পতাকা উত্তলন, পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুর সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু,সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের সভাপতি রেজাউল ইসলাম সজিব প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button