হরিরামপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার।
জানা গেছে, এ সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুদদারি রোধে কাজ করবে সরকার।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তারের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নূরুল ইকরামের সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতিকুল মামুন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুমিন খান।
আলোচনা সভায় প্রধান অতিথি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আজ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন করা হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে ওঠার পথে কোনোভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো। জাটকা আহরণ বন্ধের সময় ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা নয়, সেজন্য তাদের সহায়তা দেয়া হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে। আজকের জাটকা আগামী দিনে হবে একটি বড় ইলিশ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আসুন সবাই মিলে জাতীয় সম্পদ ইলিশ ও জাটকা রক্ষা করি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, ‘এ বছর জাটকা সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। জাটকা সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে সবার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে জাতীয় মাছ ইলিশকে।
এ সময় তিনি আরো বলেন, ‘আসুন আমরা সবাই মিলে জাটকা সংরক্ষণ করবো বেশি বেশি ইলিশ খাবো।’