sliderস্থানীয়

হরিরামপুরে গৃহ বধুর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে স্মৃতি সরকার (২০) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন।

স্মৃতি সরকার (২০) যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। তাদের রঞ্জিত সাহা (২) নামের দুই বছরের এক ছেলে রয়েছে। সঞ্জিত ব্যাটারি চালিত রিকশা চালাতো।

স্মৃতির মামাতো ভাই লোকেশ সরকার বলেন, তার ফুপাতো বোন স্মৃতিকে তার বোনের স্বামী সঞ্জিত হত্যা করেছে। তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে।
আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত জানিয়ে স্মৃতির মা রানী দাস বলেন, আজও তার মেয়েকে সঞ্জিত মাইরা ফালাইছে।
স্মৃতির শ্বাশুড়ি নিয়োতি সাহা বলেন, কোন কাইজা (ঝগড়া) আজ হয় নাই। শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, তা জানেননা।

স্থানীয়রা জানান, মাঝে মাঝে ঝগড়ার ঘটনা শুনেছি। দুই বউয়ের (সঞ্জিতের ভাইয়ের বউ) সাথেও তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। কয়েক মাস আগে ঝগড়া করে বাপের বাড়িও কয়েক মাস থেকে এসেছে।
গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, সে আজ বিকেলে চারটার দিকে রিকশা নিয়ে বের হয়েছিল। খবর পেয়ে সাড়ে পাঁচ-ছয়টার দিকে বাড়ি এসে দেখে তার স্ত্রী আর নেই।

হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে রাত নয়টার দিকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সঞ্জিত সাহাসহ তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button