হরিরামপুরে কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শাখা কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সমাপ্ত হোসেন ও সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ তিন মাস মেয়াদী কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচার করা হয়েছে। কমিটিতে মো. বিল্লাল হোসেনকে আহ্বায়ক ও সুবোধ কুমার শাখরীকে যুগ্ম আহ্বায়কসহ ৯ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, মোঃ শামসুল হক, মোঃ হায়দার আলী, নিপেন্দ্র নিয়োগী, সৈয়দ ওমর ফারুক সাগর,আলীম বিশ্বাস, সুইটি আক্তার ও মোঃ রফিকুল ইসলাম।
কৃষক লীগ মানিকগঞ্জ জেলা শাখার সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক মোঃ সমাপ্ত হোসেন জানান, হরিরামপুর উপজেলার পুর্বের কমিটির বয়স একযুগ পার হয়েছে । তারা একটি ওয়ার্ড কমিটিও দিতে পারেনি। আহ্বায়কের অকাল মৃত্যুর কারণেও নতুন কমিটি দেয়া হয়েছে। সামনে নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা,সাংগঠনিক কার্যক্রম গতিশীলসহ বিভিন্ন বিষয় চিন্তা করেই নতুন কমিটি দেয়া হয়েছে।