sliderস্থানীয়

হরিরামপুরে কৃষকলীগের মতবিনিময় সভা ও কমিটি গঠন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ কৃষক লীগের চালা ইউনিয়ন শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা চালা ইউনিয়নের দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে চালা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ সভা উদ্বোধন করেন। কৃষক লীগ হরিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সমাপ্ত হোসেন।
মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুবোধ কুমার শাঁখারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান রুনু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মো.শামসুল হক, নিপেন্দ্র নিয়োগী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মিজানুর রহমান শহিদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দ্বিতীয় অধিবেশনে চালা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে রজ্জব আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক রবিউল আলমকে নির্বাচিত করা হয় ।

Related Articles

Leave a Reply

Back to top button