নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামে সাবরিনা আক্তার রুনা (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে কৌড়ি এম এ রউফ বিশ্ববিদ্যালয় কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী।
৮ ডিসেম্বর (বুধবার) সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায় । সে দক্ষিণ গোড়াইল গ্রামের মজিবুর রহমানের পালক মেয়ে। খবর পেয়ে দুপুর সোয়া ১২ টার দিকে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে সাবরিনা আক্তার রুনা ঘুম থেকে উঠে রান্না করেন। কিন্তু ঘটনার দিন অনেক বেলা হলেও সে না উঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করে। তাতেও কোনো সাড়া শব্দ পায় না। এতে করে আশেপাশের মানুষজন ছুটে আসে। অবশেষে লোকজন দরজার খিল ভেঙে ঘরের ভেতর ঢুকে টিনের ঘরের ধড়নার সাথে গলায় কাপড় পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে থানায় খবর দিলে এসআই রুস্তমসহ পুলিশ সদস্যরা ঘটনা স্হলে যান এবং নিহতের ঝুলন্ত লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
এ ব্যাপারে এস আই রুস্তম মুঠোফোনে জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি। শুধুমাত্র ২/৩ লাইনের একটা চিরকুট পাওয়া গেছে। তাতে আত্মহত্যার কারণ স্বরূপ কোনো আলামত পাওয়া যায়নি। সে গত মঙ্গলবারেও কলেজ থেকে পরীক্ষা দিয়ে এসেছে বলে পরিবার থেকে জানায়।”
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, “অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ওপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”