হরিরামপুরে ওয়ালটনের মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ওয়ালটন প্লাজা হরিরামপুর শাখার পক্ষ থেকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের মৃত কিস্তির গ্রাহক রফিকের পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মীর মো. গোলাম ফরুক, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পরিচালক (বিক্রয়) মো. হাসান তারিক উপস্থিত ছিলেন । এসময় এরিয়া ম্যানেজার রাকিবুল হাসান, ক্রেডিট ম্যানেজার ইসতিয়াক আহমেদ, ওয়ালটন হরিরামপুর প্লাজার ম্যানেজার মো.জুয়েল রানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. হাসান তারিক বলেন, ওয়াল্টনের পণ্য কিস্তিতে নেয়া কোন গ্রাহক মারা গেলে কিস্তির টাকা মওকুফ করা হয় এবং তার পরিবারকে ৩ লক্ষ টাকা পর্যন্ত কিস্তি ক্রেতার পরিবারকে দেয়া হয়ে থাকে। শুধু ওয়ালটনের পণ্য ব্যবহার নয় পণ্য কেনার মাধ্যমে একটি পরিবারও আর্থিক দিকে সুরক্ষিত হলো।