sliderস্থানীয়

হরিরামপুরে ওলি আউলিয়ার মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে ওলি আউলিয়ার মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে উপজেলার ঐতিহাসিক ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ঝিটকা শরীফ সার্বজনীন সূফি কল্যাণ পরিষদের আয়োজনে শুরুতেই উপজেলার বিভিন্ন দরবার থেকে আগত ভক্ত ও আশেকানেরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দরবারের ভক্ত আশেকানেরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা জানান, “এ দেশ ওলি আওলিয়ার দেশ। এই বাংলার বুকে ওলি আউলিয়াদের মাধ্যমেই ইসলাম প্রচার শুরু হয়েছে। ৩৬০ জন আউলিয়ার কারণে এদেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে নয়। কয়েক দিনে দেশে প্রায় শতাধিক মাজার ধ্বংস করা হয়েছে। । যারা মাজার ভাংচুর করছে তারা কোনো ইসলাম পন্থি নয়। কারণ ইসলাম হলো শান্তির প্রতীক। যারা মাজার ভাঙছে, তারা মাজার ভেঙ্গে এদেশে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এদেশে রাতের আধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। আর একটা মাজার যদি ভাঙা হয় তাহলে আমরাও কিন্তু বসে থাকব না। তাই ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি, বাংলাদেশে আর যেন কেনো মাজার ভাংচুর করা না হয়। যে সকল মাজার ভাংচুর করা হয়েছে তা দ্রুত সংস্কার করার দাবিও জানান বক্তৃতারা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দরবার এ লোকমানিয়ার খাদেম, সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর সাহেব জসিম মোল্লা, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ, দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী, দেওয়ান রশিদিয়া দরবারের পক্ষে দাউদ আহাম্মেদ চিশতী, আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরীফের পীর সাহেব হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরীফের পক্ষে আরিফ সরকার, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের পক্ষে জুয়েল মাহমুদ খান প্রমুখ।
সমাবেশে বিভিন্ন দরবার থেকে প্রায় সহস্রাধিক ভক্ত আশেকানেরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button