
মানিকগঞ্জ প্রতিনিধি: ৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় হরিরামপুর সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ও জেলা ছাত্রদলের সার্বিক দিকনির্দেশনায় মানিকগঞ্জের হরিরামপুরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন,সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের অন্যতম তরুণ ছাত্রনেতা সৌরভ মৃধা।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কলেজ ছাত্রদলের কর্মী শেখ নাঈম ও মুস্তাকিম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের কর্মী মেহেদী হাসান আবীদ, মোঃ রিফাত প্রমূখ।
কলেজ ছাত্রদল শাখার কর্মী ও ছাত্রনেতা সৌরভ মৃধা সাংবাদিকদের জানায়,জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মা-মাটি ও গণমানুষের নেত্রী জেলা বিএনপির অভিভাবক আফরোজা খানম রিতার ও জেলা ছাত্রদলের সার্বিক দিকনির্দেশনায় আজকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে প্রায় শতাধিক পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে যারা আমার সাথে সার্বিকভাবে সহযোগিতা করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো জানান, দেশমাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা কর্নসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা ছাত্রদলের দিকনির্দেশনায় আমরা সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কর্মীরা সর্বদা প্রস্তুত আছি।