![](https://pataka24.com/wp-content/uploads/2022/10/312283356_5954621734571406_6127213040403433428_n.jpg)
হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে দুই’শ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। হরিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌস খাতুন নিজ অর্থায়নে এ চাল বিতরণ করেন।
হরিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌস খাতুন বলেন, গত ১৩ অক্টোবর থেকে ইউনিয়ন সদস্যদের ভাগ করে চাল বিতরণ শুরু করি। মানবিক দৃষ্টি থেকে এ চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদেরকে আরো সহায়তা দেয়া হবে।