জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের আনন্দ মোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ডা. আব্দুল কাদের খান।
হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আয়োজনে এবং শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র অবসরপ্রাপ্ত সচিব মো. আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সহকারী অধ্যাপক (নিউরো সার্জারি) ডা. আমিন মোহাম্মদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ।

শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মেহেদী হাসান হিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. বিল্লাল হোসেন খান, গালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মুকুলসহ উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় শিবালয়ের তেওতা গফুর ফুটবল একাডেমি ২-০ গোলে হরিরামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদকে পরাজিত করে। প্রায় পাঁচ সহস্রাধিক ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।