
হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারমানিকে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এডভোকেট। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এডভোকেট উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভার সভাপতিত্ব করেন। সভায় উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।