sliderস্থানীয়

হরিরামপুরে অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে (রোববার) বিকেল পাঁচটায় উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড গোলাম মহীউদ্দীন ।


হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।
উদ্ভোধনী ম্যাচে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে বলড়া ইউনিয়ন পরিষদ একাদশ জয় লাভ করে।

Related Articles

Leave a Reply

Back to top button