sliderস্থানীয়

হরিরামপুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজার সংলগ্ন মহেশখালী বিলে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
২৯ জুন (বুধবার) বিকেল লাশটি উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে যাওয়া মহেশখালী বিলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে গত দুদিন যাবৎ গুঞ্জন চলতে থাকে। দূর্গম স্থান ও বন্যার পানি থাকায় কেও নিশ্চিত হতে পারেনি। চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পরলে এলাকাবাসী নৌকা নিয়ে তল্লাশি করলে লাশটির সন্ধান মেলে এবং হরিরামপুর থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে বিকেলে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, “লাশ ভেসে থাকার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফোর্স নিয়ে মহেশখালী বিলে আসি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় মেলেনি।

Related Articles

Leave a Reply

Back to top button