ত্রিপুরারী দেবনাথ তিপু,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে মোস্তাক মিয়া (২৪) নামে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শুক্রবার (২ আগস্ট) বিকাল বেলা হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী প্রতিবেদককে বলেন, শ্রমিক মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কি না, পরে জানানো যাবে। ওই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায় শ্রমিক মোস্তাক জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়ে।
ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল-এর অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের নেতা-কর্মিরা শহরের টাউন হলের দিকে একটি মিছিল নিয়ে গেলে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আন্দোলনকারীরা আগ্নিসংযোগ করেন বলে জানা যায়।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এড. আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আলমগীর চৌধুরী জানান, হঠাৎ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কাল শনিবার প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, এ সংঘর্ষে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।