sliderস্থানীয়

হঠাৎ করে বাড়ছে আত্রাই নদীর পানি, বন্যার আশঙ্কা

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ আত্রাই নদীর পানি কখনও কমছে, কখনও বাড়ছে। পানির এই হ্রাস-বৃদ্ধিতে নদীর অরক্ষিত তীরে ভাঙনের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্কও ছড়িয়ে পড়েছে। নতুন ফসল লাগানোর প্রস্তুতি নিলেও তারা এখন আতঙ্কে আছে।
দীর্ঘদিন ধরে নদীর পানি বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ফের বন্যার কোনো সতর্কবার্তা দেয়নি বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। এ কারণে এবারও জুন মাসে বন্যার আশঙ্কায় অনেক কৃষক সবজির আবাদ শুরু করতে দ্বিধায় ভুগছেন। এ ছাড়া গত বন্যায় এখনও বিধ্বস্ত বন্যাদুর্গত এলাকাগুলো। ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে পারেন নি নিম্ন আয়ের মানুষ।
গতকাল বুধবার (২৯ জুন) থেকে উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে আত্রাই নদীর পানি। এতে মান্দা উপজেলার জনগণের মাঝে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির দুশ্চিন্তা কাটতে না কাটতেই আবারও নদীর পানি বাড়ছে। এতে উপজেলার প্রান্তিক কৃষকরা চাষাবাদের প্রস্তুতি নিতে শুরু করলেও আবারও বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শায়লা শারমিন বলেন, হঠাৎ করে আবারও আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর পানি কিছুটা কমলে জলাবদ্ধতা কমে যাবে। নদীর পানি যেনো কৃষকের ফসলের ক্ষতি না করতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়র হচ্ছে। আমরা আশা করছি নদীর পানি কমে গেলে কৃষকরা পুরোদমে আমন চাষ করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button