sliderস্থানীয়

সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার হোমনা সড়কে সহস্রাধিক লোকজন সড়ক দূর্ঘটনা রোধ ও গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মুহিত মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক চালককে আটক ও দৃষ্টিান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। গত ১৫ অক্টোবর বিকেলে তিতাসের মজিদ পুর গ্রামের মামুন মিয়ার ছেলে ফাহাদ আল মুহিত অটোরিকশায় কড়িকান্দি যাওয়ার পথে দড়ি কান্দি শিবপুর অংশে ও দুখিয়ার কান্দি গ্রামের জালাল উদ্দিন (৭০) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। এছাড়া আরো তিন জন আহত হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। একতা বাস, অটোরিকশা, ট্রাক,হোমনা বাস,মালবাহী ট্রাক্টর, থ্রি হুইলার, ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও ঘাতক চালককে আইনের আওতায় আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ গ্রহণ করেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ সেলিম সরকার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সদস্য ও সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান, নিহত ফাহাদ আল মুহিতের জেঠা মোঃ ইমাম হোসেন,শিক্ষক বৃন্দের মধ্যে আব্দুল আহাদ,সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ। সড়ক দূর্ঘটনা রোধে একটি নাটিকার অংশ বিশেষ পরিচালনা করে দশম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান ও তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের কাছে পৃথক দুটি স্মারক লিপি পেশ করেন অধ্যক্ষ মোঃ সেলিম সরকার সহ অন্যরা।

উপস্থাপনা ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, আইরিন আক্তার, সাইফুল ইসলাম, ইমাম হোসেন,অধ্যক্ষ সেলিম সরকার সভাপতি। প্রধান অতিথি স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি কবি ও কলামিস্ট আলী আশরাফ খান। হানিফ খান।

Related Articles

Leave a Reply

Back to top button