দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মুহিত (১৪) ও বৃদ্ধ জালাল উদ্দিন (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে দড়ি কান্দি শিবপুর এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে আহত হয়ে মৃত্যু বরন করে। আহত হয় আরো তিনজন। ফাহাদ আল মুহিত তিতাসের মজিদ পুর গ্রামের মামুন মিয়ার ছেলে ও জালাল উদ্দিন দুখিয়ার কান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। নিজ নিজ গ্রামে জানাজার নামাজ শেষে সোমবার স্ব স্ব কবর স্থানে দাফন করা হয়। ফাহাদ আল মুহিত এর জানাজার নামাজে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ মোঃ সেলিম সরকার সহ দেড় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে শোক প্রকাশ, কালো ব্যাজ ধারণ ও ক্লাস বন্ধ রাখা হয়েছে । দূর্ঘটনা রোধ ও দায়ী চালককে আইনের আওতায় আনার দাবিতে আজ মঙ্গলবার সকালে দাউদকান্দি গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল ক্যাম্পাস থেকে শুরু করে গৌরীপুর- হোমনা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ মোঃ সেলিম সরকার।
উল্লেখ্য এই সড়কে গত একমাসে বেপরোয়া যানচলাচলের কারনে দূর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারায়, আহত হয়েছে অন্তত ২৫ জনের অধিক। ফাহাদ ও জালাল উদ্দিন মৃত্যুর ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।