sliderস্থানীয়

সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি নিহত

গাজীপুর প্রতিনিধি : বেপরোয়াগতির বালুবাহী ড্রামট্রাক চাপায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এবং দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হিসেবে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি জেলার কাপাসিয়া প্রেসক্লাবের তিন বারের সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তার অসুস্থ স্ত্রী, দুই মেয়ে সন্তান ও মা রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফুল কবিরসহ তার বহু সহকর্মীরা।

মঞ্জুর হোসেন মিলনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button