ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ৩ দফা দাবিতে নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ছাড়াও কৃষি উপকরণের সাশ্রয়ী দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুর দাবিও জানানো হয়। শনিবার বেলা সাড়ে ১২টায় শহরের ব্র্রীজের মোড় প্রধান সড়ক অবরোধ করেন কৃষকরা।
এর আগে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজনে একই স্থানে একই দাবিতে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় কর্মসূচির জেলা কমিউনিস্ট পার্টিও সভাপতি এ্যাড.মহশিন রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুলসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা কৃষকরা বক্তব্য রাখেন।