sliderরাজনীতিশিরোনাম

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার জানান, বিকালে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবেক এই ছাত্রনেতার মৃত্যু নিশ্চিত করেন। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফি আহমেদ। তবে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

সদ্য প্রয়াত শফি আহমেদ এর নামাজে জানাজা আজ রাত ১০.৩০ এ উত্তরা ৭নং সেক্টর মসজিদে অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৪ জুন মঙ্গলবার, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শফি আহমেদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ রাখা হবে। সেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
সবশেষে নিজ গ্রামের বাড়ি নেত্রকোণা সদরে মুক্তার পাড়া মাঠে বাদ মাগরিব জানাজা শেষে সাতপাই কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে ।

Related Articles

Leave a Reply

Back to top button