sliderস্থানীয়

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলাদা ভাবে পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে এই প্রথম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ভেঙ্গে দুই টুকরা হয়ে গেছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে স্থানীয় ডাকবাংলোয় কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক বাকের ইদ্রিসের নেতৃত্বে থানা রোডের আ’লীগের কার্যালয় বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে কেক কাটা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সভাপতি কামরুল সিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি কামরুল সিকদার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট জালালউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর আলী, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দাউদুজ্জামান দাউদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সমাবেশে এসএসম বাকের ইদ্রিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ই¯্রাফিল মোল্যা ও মলয় কুমার বোস, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, সদস্য আনিসুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী সেলিমুজ্জামান প্রমুখ।

উপজেলা স্বেচছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস বলেন, অনুষ্ঠানের কোন কিছু সভাপতি আমাকে বলে না। তার নিজের মতো কওে কওে তাই আলাদা ভাবে অনুষ্ঠান পালন করছি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার বলেন, অনুষ্ঠানের সব বিষয়ে সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করেই ঠিক করা হয়েছে। পরে উপজেলা আ’লীগের এক নেতার নির্দেশে সাধারণ সম্পাদক আলাদা ভাবে অনুষ্ঠান পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button