slider

স্বাস্থ্য সনদ ছাড়াই গরু জবাই, জরিমানা

মো:শাকিল হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রয়ের অভিযোগে এক কসাই এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের কলেজ গেট সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার কাদিবাড়ি গ্রামের কসাই মাজেদুল ইসলাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কর্যালয় থেকে একটি গাভীর স্বাস্থ্য সনদপত্র গ্রহন না করেই শুক্রবার ভোরে তার নিজ বাড়িতে জবাই করে। বায়নাকৃত ব্যাক্তির নিকট কিছু মাংস বিক্রয় করে। অবশিষ্ট মাংস বিক্রয়ের জন্য উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের কলেজ গেট সংলগ্ন স্থানে বসেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বিপিএএ উপস্থিত হয়ে মাংস বিক্রয় বন্ধ করে দেয় এবং ২২ কেজি মাংস জব্দ করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন ঘটনাস্থলে এসে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করে বিক্রয় করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন- ২০১১ এর ধারা ৫ (২) ও ২৪ (১) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কসাই মাজেদুল ইসলামের পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button