sliderস্থানীয়

স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এক রাজনৈতিক সংগ্রাম

বাঙলাদেশ লেখক শিবির কুষ্টিয়া শাখার উদ্যোগে ৭ ডিসেম্বর রোটারি ফিজিওথেরাপি সেন্টার সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা : জনগণের প্রত্যাশা,প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাঙলাদেশ লেখক শিবির কুষ্টিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিবিড় ঘোষের সভাপতিত্বে ও বাঙলাদেশ লেখক শিবিরের সদস্য সজীব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাঙলাদেশ লেখক শিবির কুষ্টিয়া শাখা সম্পাদক আজিজুর রহমান।

সেমিনারের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নূরুদ্দীন আহমেদ,নদী পরিব্রাজক দল কুষ্টিয়ার সভাপতি খলিলুর রহমান মজু, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাঈদ,স্বাস্থ্য পরিদর্শক কুষ্টিয়া সদর সুলতানা রেবেকা নাসরিন ও এডভোকেট সুব্রত চক্রবর্তী।

সেমিনারে আজিজুর রহমান জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম গড়ে তোলার আহবান জানান। তিনি স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে আইন দ্বারা সংবিধানে সংরক্ষিত করার জন্য মূল প্রবন্ধে দাবী জানান।

ফয়জুল হাকিম ইউজার ফী বাতিল,সরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিস বাতিলের দাবী জানিয়ে বলেন, রাষ্ট্রকে জনগণের স্বাস্থ্য ও সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এক রাজনৈতিক সংগ্রাম। জনগণের কাছে জবাবদিহীতে বাধ্য,জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
নূরুদ্দীন আহমেদ চিকিৎসা সেবা বাণিজ্যিকীকরণ করার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

খলিলুর রহমান মজু বেসরকারি চিকিৎসা সেবা ক্ষেত্রে লুণ্ঠন, দুর্নীতির সমালোচনা করে বলেন,কর্পোরেট পুজি চিকিৎসা ব্যবস্থায় আধিপত্য বিস্তার করে আছে।
মুন্সী সাঈদ বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার দাবী জানিয়ে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়নে চিকিৎসক সমাজকে এগিয়ে আসার দাবী জানান। তিনি চিকিৎসকদের টাকার থলের দিকে না তাকিয়ে আন্তরিক সেবা প্রদানের আহবান জানান।

সুলতানা রেবেকা নাসরিন গ্রামকে কেন্দ্রে রেখে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।
সুব্রত চক্রবর্তী বাঙলাদেশ লেখক শিবিরের স্বাস্থ্য নিয়ে সেমিনার আয়োজনের প্রশংসা করে বলেন,জনগণের স্বার্থ নিয়ে এই আয়োজনের সাফল্য কামনা করি।
সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button