sliderরাজনীতি

স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহীমূলক ও শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুলুন

আজ শেষ হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দুই দিনব্যাপী সভায় গৃহীত প্রস্তাবে জবাবদিহীমূলক ক্ষমতাসম্পন্ন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তা বাস্তবায়নে কার্যকরি উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতান্ত্রিক ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। প্রস্তাবে বলা হয় দেশের কেন্দ্রীভূত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ছাড়া স্থানীয় সরকারে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল স্বশাসিত স্থানীয় সরকার গড়ে তোলা যাবে না। প্রস্তাবে বলা হয়, জনগণের বাড়ীর দরজায় সরকার ও সরকারি ব্যবস্থা পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল তা অর্জিত হয়নি। স্থানীয় সরকারের উপর একদিকে আমলাতান্ত্রিক কর্তৃত্ব আর অন্যদিকে শাসকদলের এক ধরনের দখলদারিত্ব কায়েম হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থা সরকারি দলের হাতিয়ারে পর্যবসীত হয়েছে। ভোটের অধিকার না থাকায় স্থানীয় সরকারের নির্বাচন সরকারি দলের নিরঙ্কুশ স্বেচ্ছাচারীতায় অর্থহীন তামাশায় পরিণত হয়েছে।
প্রস্তাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজেদের সত্যিকারের প্রতিনিধি নির্বাচনে অবাধ ও মুক্ত পরিবেশে ভোটের অধিকার প্রয়োগ নিশ্চিত করতে দেশবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সেগুনবগাচিায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনসার আলী দুলাল উপস্থিত ছিলেন।
সভায় আগামীকাল বাম জোটের নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ সফল করারও আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button