sliderঅর্থনৈতিক সংবাদ

স্বল্পবসনা নারীর বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ

 

ভারতীয় রাজ্য মধ্যপ্রদেশে আর চলবে না স্বল্পবসনা নারীর বিজ্ঞাপন। পণ্যায়নের যুগে ‘নারীর পণ্যায়ন’ রুখে নজির তো বটেই উদাহরণও তৈরি করল মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
নারীর ‘আপত্তিজনক’ ভাবে বিজ্ঞাপনে দেখানো একেবারেই বন্ধ। এই বিষয়ে কোনো প্রকার ছুৎমার্গও রাখতে নারাজ মধ্যপ্রদেশ সরকার। যদি কোনো বিজ্ঞাপনে আপত্তিকর কিছু থাকে, তাহলে ওই বিজ্ঞাপক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, এই মর্মেই জারি হয়েছে নির্দেশিকা।
মধ্যপ্রদেশে এখনো যেসব পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে নারীদের আপত্তিজনকভাবে দেখানো হয়েছে তা শিগগিরই নামিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button