sliderস্থানীয়

স্বরূপকাঠিতে আগুনে পুড়ল ৯টি দোকান

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা : স্বরূপকাঠির ইন্দুরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ন ও ৫টি দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে জানাগেছে।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ইন্দুরহাট – মিয়ারহাট ব্রিজের দক্ষিন পাড়ে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান ঐদিন রাতে বন্দরের আল হোসাাইনী অপটিকসে দোকানে আগুন দেখে ব্যবসায়ী ডাক চিৎকার দিলে এলাকাবাসি অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে ছুটে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় আল হোসাইনী অপটিকস,আরাবী ইলেকট্রিক,জননী ইলেকট্রনিক্স ও শুভ ডেন্ডাল কেয়ার সম্পুর্ণ এবং মোছা সোয়াদ,শেফা মেডিকেল হল ,আসিফ মেডিকেল হল, একটি গোডাউন ও সি স্কাই গার্মেন্টস আংশিক পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সুত্র জানায়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button