টি-২০ বিশ্বকাপ মূল পর্বের প্রথম দিনেই ভারতের দেড়’শ কোটি মানুষকে কাঁদিয়ে চমক সৃষ্টি করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার নাগপুরে অনুষ্ঠিত উদ্বোধনি ম্যাচে তারা স্বাগতিক ভারতকে ৪৭ রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের মাধ্যমে স্বপ্নের রাজ্যে বিচরণকারী ভারতকে মাটিয়ে নামিয়ে এনেছে নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করেছিল। জবাব দিতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ভারত ৭৯ রানেই অল আউট হয়ে যায়। ধোনি ৩০ ও কোহলি ২৭ রান করে আর বাকী ৮ ব্যাটসম্যান মিলে করে ২০ রান।