মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বখাটে যুবকের পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী ময়না আক্তার নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ময়নার পিতা তৈয়ব বিশ্বাস, সাবেক স্কুল শিক্ষক মুজিবর রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রনু মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. শাজাহান, রহিজ উদ্দিন, ইউপি সদস্য বজলু মেম্বার, অভিবাবক সদস্য জগলুল পাশা, বজলুর রহমান ও স্কুলের কয়েকজন শিক্ষার্থী। এসময় শিক্ষার্থী ও নিহত ময়নার বাবা তৈয়ব আলীসহ এলাকাবাসী অপরাধী বখাটে রাবিব ও সোহানসহ তার সহযোগীদের শাস্তি দাবী করে।
এব্যাপারে ময়নার পিতা তৈয়ব আলী বাদী হয়ে রাব্বিসহ তিনজনকে আসামী করে রবিবার ঘিওর থানায় মামলা করে।

মানিকগঞ্জঃ ময়না হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকার শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ